উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২২ শে এপ্রিল ২০২২ : শুক্রবার : সাপটিবাড়ি মালিপাড়ায় গৌতম রায় নামে এক ব্যক্তি বৃহস্পতিবার ভোরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। পেশায় সে একজন কৃষক।
মৃতের ভাই জানান, বাড়ির লোক সকাল বেলা ঘরের দরজা না খোলায় তাদের সন্দেহ হয়, পরে দরজা ভেঙে দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এমত অবস্থায় বাড়ির লোক ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতের ভাই আরও জানান, গত নয় মাস হল দাদাকে ছেড়ে বৌদি এক ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকেই সে মানসিক অবসাদে ভুকছিলো বলে পরিবারের ধারণা। পরে ময়নাগুড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি থানায় নিয়ে আসে। ঘটনা তদন্ত করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।