উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৭ ই মে ২০২২ : শনিবার : বেশ কিছুদিন থেকেই এলাকায় লাগাদার হাতির হানা হয়েই চলেছে। গত এক সপ্তাহে এলাকার প্রায় ১০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে গজরাজ।
শুক্রবার রাত্রে ওই এলাকায় টহলদাড়ি করতে গিয়ে এলাকার জনগণের বিক্ষোভের মুখে পড়তে হলো বনকর্মীদের। ঘটনাটি মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। ওইদিন রাতে এলাকায় সাময়িক উত্তেজনাও তৈরি হয়। গতকাল রাত্রে ওই এলাকায় প্রথমে যায় চালসা রেঞ্জের বনকর্মীরা। জনগণ তাদের আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রফুল্ল সরকার সহ বনকর্মীরা। তাঁরাও জনগণের বিক্ষোভের মুখে পড়েন। এলাকায় আসেন গ্রাম পঞ্চায়েত সদস্যা সপ্না ওঁরাও। পরে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় হাতির আগমন রুখতে বনকর্মীদের নিয়মিত টহলদাড়ির দাবি করে জনগণ। পরে বনকর্মীদের টহলদাঁড়ির আশ্বাসে ঘেরাও মুক্ত হয় বনকর্মীরা।