উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : বানারহাট : ৭ ই মে ২০২২ : শনিবার : ৩১সি জাতীয় সড়কে দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলো ৬ জন। দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বানারহাটের লক্ষ্মীপাড়া চা-বাগান সংলগ্ন এলাকায়। দূর্ঘটনায় যাত্রীবাহী ছোট গাড়ির চালক সহ অপর ছোট গাড়ির ৫ সওয়ারই গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দা এবং বানারহাট থানার পুলিশ তাদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর থাকায় যাত্রীবাহী গাড়ির চালক নাগরাকাটার নিবাসী প্রভু গোস্বামীকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। গুরুতর আহত অন্য পাঁচজনকে মালবাজারে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডাঃ চঞ্চল রক্ষিত জানান, প্রত্যেকেরই দেহে একাধিক গুরুতর আঘাত রয়েছে। ফলে প্রাথমিক চিকিৎসার পর ছয় জনকেই রেফার করা হয়েছে।