উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : বানারহাট : ৭ ই মে ২০২২ : শনিবার : নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল জামাইবাবু। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের হলদিবাড়ি চা-বাগানে। শুক্রবার অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত যোগেশ বড়াইক’কে বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, হলদিবাড়ি চা-বাগানের বাসিন্দা এক মহিলা অসুস্থ থাকায় তার নাবালিকা বোন প্রায় এক বছর ধরে তার দেখাশোনার জন্য হলদিবাড়িতে এসে ছিলেন। এই সময়কালেই তার জামাইবাবুর কাছে সে নিয়মিত শারীরিক হেনস্থা ও ধর্ষণের শিকার হতে থাকে। তার দিদি কিংবা কারোর কাছে বিষয়টি না জানানোর জন্য নির্যাতিতাকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সে সাহস করে বিষয়টি জানালে তাদের সাহায্যেই এদিন নাবালিকা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। বিন্নাগুড়ি আউট পোস্টের ওসি কুসাং শেরিং লেপচা জানান, অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য বীরপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।