উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ক্রান্তি : ৬ ই মে ২০২২ : শুক্রবার : পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ক্রান্তি ব্লকের চা-বাগান অধ্যুষিত কৈলাসপুর চা বাগানে কৈলাস প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান এবং সরকারের উন্নয়নের পথে ১১ বছর বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর প্রচার এবং রূপায়ণে জন্য সচেতনতা শিবির। এদিন সরকারি বিভিন্ন প্রকল্প গুলি স্টল এর মাধ্যমে প্রচার করা হয়।
অনুষ্ঠানে শিশু সুরক্ষা সরকারি পরিকাঠামো বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয় এবং শিশু পাচার, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে জলপাইগুড়ি জেলা শিশু সুরক্ষা আধিকারিক জয়দীপ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের এলাকার মানুষের প্রয়োজনীয় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, কৃষক বন্ধু ইত্যাদি আবেদন গ্রহণ করা হয়। অনুষ্ঠানে লোকগীতি পরিবেশিত হয়। বিডিও প্রবীর কুমার সিংহ জানালেন, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি সকল মানুষ গ্রহণ করতে পারেন এবং শিশু পাচার রোধ, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এছাড়াও মেডিকেল ক্যাম্প প্রসূতি মা, গর্ভবতী মা থেকে শুরু করে এলাকার মানুষের সকলের সুগার টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট ব্যবস্থা করা হয় এবং এলাকার ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। পদ্মশ্রী করিমুল হক সরকারি এরকম উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তির বিডিও প্রবীর কুমার সিংহ, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল মোতালেব, পঞ্চায়েত সদস্য মিন্টু রায়, অসিত সূত্রধর, অঞ্চলের নোডাল অফিসার অনুতোষ দত্ত।