উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৬ ই মে ২০২২ : শুক্রবার : ময়নাগুড়ি দোমহনী গ্রাম পঞ্চায়েতের বার্নিশ অঞ্চলে শুক্রবার বিকেলে পাঁচটা নাগাদ দোমহনী প্রণবপল্লী এলাকা তিস্তার বাঁধে পিকনিক করতে যায়। পরে ওই যুবতী তিস্তায় স্নান করতে গেলে, জলে ডুবে যায় তার নাম বিদিশা দাস বাবার নাম স্বর্গীয় অমল দাস। তাদের বাড়ি শিলিগুড়ি ভক্তিনগর ৩৫ নম্বর ওয়ার্ডে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ, বি.ডি.ও. শুভ্র নন্দী ও সিভিল ডিফেন্স এর কর্মীরা। বেশি রাত্রি হয়ে যাওয়ায় সিভিল ডিফেন্সের কর্মীরা আগামীকাল শনিবার ভোর থেকে তল্লাশি চালাবেন ডুবে যাওয়া মেয়েটির। সন্ধ্যা, পর্যন্ত মেয়েটির কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সূত্রের খবর।