উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ ই মে ২০২২ : শুক্রবার : গরম পরতেই মশা বাহিত রোগের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে মালবাজার মহকুমায়। তাই আগে থেকে সচেতন হচ্ছে প্রশাসন। বিশেষ করে ডেঙ্গু হাত থেকে রেহাই পেতেই ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় শুরু হলো জীবানুনাশক স্প্রে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় চলছে এই স্প্রে। ওদলাবাড়ি বাজার, ঘীসবস্তি, ডিপো পাড়া এলাকার বিভিন্ন ড্রেনে এবং বিভিন্ন বাড়ির আশেপাশে এলাকায় চলছে মশা মারার এই স্প্রের কাজ।
ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভিবিডি সুপার ভাইজার রাম কুমার ছেত্রী বলেন, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চলছে এই স্প্রে, যাতে মশার লার্ভা এবং পুর্নাঙ্গ মাশা মেরে ফেলা যায়। পাশাপাশি গ্রামের এবং শহরে মানুষকে বোঝানো হচ্ছে বাড়ির আশেপাশে নোংড়া আবর্জনা ফেলবেন না। টায়ার, ডাবের খোলা ফেলে দেওয়া অংশে যাতে জল জমে না থাকে। কারন, এইসব জমা জলে মশা বংশবিস্তার করে। গোটা মাস জুরে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে চলবে এই জীবানুনাশক স্প্রে করার কাজ।