উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ৭ ই মে ২০২২ : শনিবার : যুবশ্রী পরিযায়ী শ্রমিক সহ সমস্ত কর্মপ্রার্থী যুবকদের কাজের দাবিতে আনএমপ্লয়েড ইয়ূথ স্ট্রাগল কমিটির আহবানে, ৮ মে কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে যে যুক্ত কনভেনশন হতে চলেছে সেই কনভেনশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে রওনা দিল একদল প্রতিনিধি দল। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই কনভেনশন অনুষ্ঠিত হতে চলেছে বলে জানান সংগঠনের সদস্য প্রসেনজিৎ বসাক, সুজয় লোধ, কৃষ্ণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা।