উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৯ শে মে ২০২২ : রবিবার : রবিবার দুপুরে মালবাজার মহকুমার নাগরাকাটার ঘাঠিয়া নদীতে হর্কা-বানে ভেসে গেল এক মেয়ে ও এক মহিলা। দুটি মৃতদেহই পুলিস উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে গিয়েছে।
জানা গেছে, এলাকার বাদিন্দা রুপক বিশ্বাস এর বাড়িতে কোলকাতা থেকে এক আত্মীয় এসেছিল। রবিবার দুপুরে রুপক বিশ্বাসের মেয়ে সহ আট জন ভগতপুর চা-বাগান ও ঘাঠিয়া চা-বাগানের মাঝখানে ঘাঠিয়া নদীতে স্নান করতে যায়। এরপরই আচমকা হর্কা-বান এসে যায়। চার জন ভেসে যায়। এতে এক মহিলা ও একটি মেয়ে নদীতে ভেসে গিয়ে মারা যায়। দুটি মৃতদেহ উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা স্থলে নাগ্রাকাটা থানার পুলিশ। পুলিশ মৃতের নাম জানার চেষ্টা করছে।