উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৩১ শে মে ২০২২ : মঙ্গলবার : দীর্ঘ মেয়াদি লকডাউনের জেরে পিছিয়ে পড়েছে অনেক গ্রামীণ এলাকার প্রাথমিক স্তরের পড়ুয়ারা। প্রায় দু’বছর পর করোনা পরিস্থিতি কাটিয়ে স্কুল খুললেও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ হয়ে যায় স্কুল। প্রায় দেড় মাস স্কুল বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর যার জেরে ব্যাপকভাবে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছেন প্রত্যন্ত গ্রামের প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীরা। এবার সেই পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের এগিয়ে আনতে উদ্যোগী হয়েছেন প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত এই সংগঠন পাড়ায় পাড়ায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করছে।
মূলত খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা এবং তাদের বিকাশের দিকেই নজর দিয়েছে এই সংগঠন। পশ্চিমবঙ্গের মোট ১২ টি জেলায় এই পরিষেবা দিয়ে যাচ্ছে এই সংগঠন। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েতে এই গ্রীষ্মকালীন শিবির করছে তারা। ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে তারা বৈঠক করেন। এরপর প্রত্যেক পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে কয়েকজন করে স্বেচ্ছাসেবক নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে নিয়েই তাদের নিজেদের এলাকায় পড়াশোনায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। এক একটি শিবিরে ১৫ জন করে শিশু কে পাঠদান করানো হয়। যেই পাঠদানে শিশুদের খেলার মাধ্যমে পড়ানো এবং বিভিন্ন শিক্ষা সম্বন্ধিত উপকরণের মাধ্যমে পাঠদান করানো হয়ে থাকে। জানা গিয়েছে, মূলত পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের এগিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি নিয়ে কাজ করছেন প্রথম এডুকেশন ফাউন্ডেশন। এই বিষয়ে সংগঠনের জলপাইগুড়ি জেলার দায়িত্বে থাকা গুলজার তুহিন বলেন, মূলত পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিশেষ করে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই পাঠদান করানো হচ্ছে। প্রথমে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হয়। এরপর তাদের বিভিন্ন বিষয়ের উপর ভাগ করে ক্লাস করানো হয়।