উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১ লা জুন ২০২২ : বুধবার : ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি গ্রাম পঞ্চায়েত এর সাপ্টিবাড়ি বাজার থেকে রানিরহাট বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে। এই রাস্তা সংস্কারের বিষয়ে একাধিকবার প্রশাসন এবং কর্তৃপক্ষকে জানানো হলে অবশেষে রাস্তা তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন পূর্ত দপ্তর। কিন্তু কাজ অর্ধ সমাপ্ত করেই চলে যায় কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ সাপটিবাড়ি বাজার থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা তৈরি করেই অর্ধ সমাপ্ত রেখে চলে যান পূর্ত দপ্তর। বাকি অংশের কাজ না হওয়ায় বুধবার অবরোধে শামিল হয় সাপটিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের নয়ারবাড়ি নামাজী পাড়া এলাকার বাসিন্দারা। জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯টা থেকে এই অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা। এরপর দুপুর ২ টা নাগাদ অবরোধ তুলে দেয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানানোর পরেও তারা ঘটনাস্থলে না আসলে বাধ্য হয়ে নিজেরাই অবরোধ তুলে নেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে গাড়ির চালকদের আটকে থাকার ফলে সমস্যায় পরেছে সকল পথ চলতি মানুষ, তাই মানবিকতার খাতিরেই তারা এই অবরোধ তুলে নেয়।