উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২০ শে জুন ২০২২ : সোমবার : রাতে বৃষ্টি হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি হয় নি মালবাজার মহকুমা জুড়ে। তাই সে ভাবে জল বাড়েনি ডুয়ার্সের নদীগুলোতে।
মাল, চেল, ঘীস, লীস নদীর জল গতকাল থেকে সামান্য বেরেছে বলে জানা গেছে। কারন রাতে দেড়-দু ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে পাহাড়ে এবং সমতলে বৃষ্টি না হওয়ার কারনে নদীর জল কমতে শুরু করেছে। সোমবার সকাল থেকে ঘীস নদীতে গিয়ে দেখা গেলো জল নামতে শুরু করেছে। আকাশ পরিস্কার রয়েছে। তবে নিচু এলাকায় বৃষ্টির জল জমে রয়েছে। ঘীস নদীর জল কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ঘীস বস্তির মানুষের, কারন ঘীস নদীতে জল বাড়লেই ঘীস বস্তিতে জল জমে যায়।