উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২১ শে জুন ২০২২ : মঙ্গলবার : জমি নিয়ে বিবাদের জেরে এক কৃষককে বেধড়ক মারধর এবং ধারালো হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল।
মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৈষ্ণবনগর থানার জয়েনপুর এলাকায়। আক্রান্ত কৃষক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত কৃষক টুনু সেখের অভিযোগ তিন শতক জায়গা নিয়ে গন্ডগোল। অনেকদিন আগেই স্থানীয় বাসিন্দা মনিরুল শেখ এই জায়গাটা তার কাছে বিক্রি করে দেয়। হঠাৎ করে এদিন সকালে সেই জায়গার দখল নিতে আসে সে। এই নিয়ে কথা কাটাকাটি হতেই আচমকা মনিরুল সেখ, তার ছেলে সাববি সেখ সহ তিন জন তার ওপর হামলা করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
