উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ০৯ ই আগষ্ট ২০২২ : মঙ্গলবার : মঙ্গলবার ময়নাগুড়ি বটতলা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান ও একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে এদিন বাইকটি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি গামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তারপর গুরুতর হলে তাকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবরে জানা যায়, আহত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে এই ঘটনার কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।