উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩০ শে জুলাই ২০২২ : শনিবার : বিদ্যালয়ের এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে নবম শ্ৰেণীর দুই স্কুল পড়ুয়াকে ক্লাসে শীলতাহানি করার অভিযোগকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হলো মেটেলি বাজার এলাকায়। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার সহ বিদ্যালয় থেকে বহিস্কার করার দাবিতে পড়ুয়ারা মেটেলি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্ৰেণীর ওই ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই নবম শ্ৰেণীর ওই দুই পড়ুয়াকে ক্লাসে শীলতাহানি করতো। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেঁটে পড়েন স্থানীয় জনগণ, তার অভিভাবক সহ পড়ুয়ারা। সকলে মিলে প্রথমে বিদ্যালয়ে জানায়। অভিযোগ, বিষয়টি প্রধান শিক্ষককে জানানোর পরেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেয় নি। বাধ্য হয়ে পড়ুয়ারা বিদ্যালয় থেকে পায়ে হেঁটে মিছিল করে যায় মেটেলি থানায়। সেখানে গিয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে থানায় আসেন জেলা আই এন.টি.টি.ইউ.সি. সভাপতি রাজেশ লাকরা সহ অন্যান্যরা। এরপর ওই ছাত্রীর মা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রয়োজনীয় বাবস্থা নেওয়ার আশ্বাস দিলে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেয়। রাজেশ লাকরা সহ এলাকার যুবক কৃষ্ঠান খেরিয়া বলেন, এই ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। পরিবারের তরফে থানায় অভিযোগ জমা পড়েছে। পুলিশ আইনি বাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ সিং বলেন, লিখিত ভাবে কেউ বিষয়টি আমাদের জানায় নি। বিষয়টি শোনার পর আমি বিদ্যালয় পরিচালন কমিটির সভা ডেকেছি। সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকে পাঠানো হবে।