উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১০ ই নভেম্বর ২০২২ : বৃহস্পতিবার : যখন জলপাইগুড়ি মেডিকেল কলেজ জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যাচ্ছে ঠিক তখনই বিশেষ চাহিদা সম্পন্ন শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে এসে নজির গড়লেন।
হুইল চেয়ারে করে বিশেষ চাহিদা সম্পন্নরাও এগিয়ে এলো রক্ত সংকট মেটাতে। উৎসবের মরসুম শেষ হতেই জেলা জুড়ে রক্ত সংকট। জেলার একমাত্র ব্লাড ব্যাংক প্রায় দিনই থাকছে রক্ত শূণ্য। এমন পরিস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলো ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েল ফেয়ার এসোসিয়েশন। জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক রবিউল ইসলাম জানান। আমাদের লক্ষ্য একশো ইউনিট রক্তদান করা। সেই উদ্দেশেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এর সাথে শীতের কম্বল ও তুলে দেন তারা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ, সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার সহ অন্যান্যরা।