উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৯ শে মার্চ ২০২৩ : বুধবার : সাত সকালে আবারো দূর্ঘটনা কবলে পড়লো এক বেসরকারি বাস। স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি মালদা থেকে নালাগোলা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হবিবপুর থানার কেন্দপুকুরে এলাকার কুলাডাঙ্গা এলাকায়। এ বিষয়ে এক বাসযাত্রী জানান বাসের চালক বাস চলাকালীন কানে ফোন নিয়ে কথা বলছিল সেই সময় এক হাতে গাড়ি চালাছিলেন বলে অভিযোগ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বলে জানা গিয়েছে, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠায়।