উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৯ শে মার্চ ২০২৩ : বুধবার : কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্যের মূল্য দাবিতে আলুর বন্ড নিয়ে কালবাজারির বিরুদ্ধে, আধার প্যানকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বদান্যতায় বন্ধ হয়ে যাওয়া রেগা প্রকল্প পুনরায় সঠিক ভাবে চালু করবার দাবিতে একশ দিনের কাজে বকেয়া মজুরি প্রদানের দাবিতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার দাবিসহ একাধিক দাবিতে জলপাইগুড়ি বামফ্রন্টের মিছিল সিপিআইএম জেলা দপ্তর থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আবহাওয়ার শরীর আচার্য সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য আর এস পি নেতা পরিতোষ ঘোষ, বরুণ সরকার, সারা ভারত ফরয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অশোক সেনগুপ্ত, সিপিআইএম নেতা বিপুল সান্যাল সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃবৃন্দ।