উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২ রা এপ্রিল ২০২৩ : রবিবার : জাতীয় সড়কের নিচ দিয়ে তৈরি করা আন্ডার পাসে জল জমে থাকে সবসময়। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যায়। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার করার কথা বলা হলেও উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ আন্দোলন শুরু করেন এলাকার বাসিন্দারা।
রবিবার সকাল থেকে অসম মোড়ের বৈরাগীপাড়া এলাকায় জলপাইগুড়ি-শিলিগুড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বৈরাগীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা। খানা খন্দে ভরে গেছে রাস্তার একটি বড় অংশ। সামনেই রয়েছে বর্ষাকাল। এর আগেই রাস্তার বেহাল দশার জন্য স্থানীয়দের ভোগান্তির অন্ত নেই। এলাকার বাসিন্দাদের দাবী, এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া সহ সকলকেই যাতায়াত করতে হয়। অথচ রাস্তার সংস্কার নিয়ে নীরব রয়েছে প্রশাসন। খুব তাড়াতাড়ি রাস্তা সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধের হুমকি দেন এলাকার মানুষ।