উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : নাগরাকাটা : ৫ই এপ্রিল ২০২৩ : বুধবার : মঙ্গলবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা চা বাগানের বাংলো লাইনের শিব শঙ্কর আগরওয়ালের বাড়ির শোকেসের মধ্য থেকে ১২ ফুটের বিষাক্ত কিং কোবরা সাপ উদ্ধার করল সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে এদিন বাড়ির লোকেরা সকলে একসাথে বসে টিভি দেখছিল তখন তারা ঘরের মধ্য থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। সেই সময় তারা লক্ষ করেন বাড়ি শোকেসের ভিতর বিরাট ফনা তুলে ফোস ফোস করছে একটি বিশাল কিংকোবরা সাপ। এরপরই খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মিরা সর্পপ্রেমী বাবুন বাবুকে সাথে নিয়ে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এমনকি রাতেই বাবুন বাবুকে সাথে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয় কিং কোবরা সাপটিকে। জীবনের ঝুকি নিয়েই সাপটিকে ধরেছে সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন।
