উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ই এপ্রিল ২০২৩ : বৃহস্পতিবার : ষষ্ঠ পর্যায়ে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দুয়ারে সরকার। আর এই দুয়ারের সরকার শিবির কেমন হচ্ছে তা দেখতে দুয়ারে সরকারের ক্যাম্পে পরিদর্শন করলেন রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কৃষ্ণা গুপ্তা, সঙ্গে ছিলেন মালবাজার মহকুমা শাসক পিজুস ভগনরাও সালুঙ্কে, মালবাজারের বি.এম.ও.এইচ. দীপঙ্কর কর এবং বিডিও। বৃহস্পতিবার তিনি মালবাজার মহকুমা ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত সেবাশ্রম প্রাথমিক বিদ্যালয় এর মাঠে দুয়ারে সরকার ক্যাম্পে আসেন। এই শিবিরে উনাকে ফুলের তোড়া দিয়ে এবং খাদা পড়িয়ে বরণ করা হয়। এরপর তিনি দুয়ারে সরকার ক্যাম্পের বিভিন্ন স্টলে গিয়ে সরকারি কর্মী ও জনগণের সাথে কথা বলেন। জনগণ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, কি ভাবে দুয়ারে সরকারের শিবির করা হচ্ছে তা জানার জন্যই এদিন এই পরিদর্শন। তিনি আরো বলেন, এবারের শিবিরে ভালো সারা পাওয়া যাচ্ছে। চা বাগান এলাকায় আমরা ভিজিট করেছি। চা বাগানে শ্রমিকেরা দিনের বেলায় চা পাতা তুলতে যায়। তাই বিকেল নাগাদ শ্রমিকেরা ক্যাম্পে আসে। সেই জন্য চা বাগান এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত শিবির চলে। সবাই যাতে পরিসেবা পায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার যে সব মানুষ এই শিবিরে এসেছিল, তাদের মধ্যে কিছু মানুষকে পরিসেবার সার্টিফিকেট তুলে দেন রাজ্যের এডিশনাল চিফ সেক্রেটারি কৃষ্ণ গুপ্তা। খুশি সাধারন মানুষও। দুয়ারের সরকার ক্যাম্পের পাশাপাশি ভারত সেবাশ্রম প্রাথমিক বিদ্যালয়ও ঘুরে দেখেন তিনি। স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা এদিন ফুলের তোড়া দিয়ে সম্মান জানান অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে।