উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৬ই এপ্রিল ২০২৩ : বৃহস্পতিবার : ময়নাগুড়িতে পালিত হল হনুমান জন্ম উৎসব। বৃহস্পতিবার ময়নাগুড়ি মাড়োয়াড়ি জনকল্যাণ সমিতির ভবনে অঞ্জনি ভজন মন্ডল সদস্যদের উদ্যোগে মহা ধুমধামের সহিত পালিত হল হনুমান জন্ম উৎসব। এদিন প্রচুর ভক্তরা তাদের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন এবং পূজা দেন। চলে কীর্তন, ভজন, সন্ধ্যা আরতি তৎসহ বিভিন্ন অনুষ্ঠান। এদিন সকাল থেকেই চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূজা কমিটির পক্ষ থেকে বজরং লাল হীরাউত বলেন যদিও এটা মারওবাড়ি সম্প্রদায়ের পুজো, কিন্তু এখানে সব সম্প্রদায়ের মানুষই পুজো দিতে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন। প্রতিবারের নায় এবারও তারা এই হনুমান জন্ম উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার ৪০ তম বর্ষ হনুমান জন্ম উৎসব তারা পালন করেন।
