উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ই এপ্রিল ২০২৩ : বৃহস্পতিবার : আজ হনুমান জয়ন্তী। তার আগে মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায় গতকাল রাতে টহল দিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলার অ্যাডিশানাল এস.পি., মালের এস.ডি.পি.ও., আই.সি. মাল। হনুমান জয়ন্তী উপলক্ষে যাতে কোন রকম সমস্যা না হয়, তার জন্য রাত থেকে চলে পুলিশি টহল।
উল্লেখ্য প্রতিবছর ওদলাবাড়ি কৃষ্ণ মন্দির হনুমান কমিটির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে একটি বড় মাপের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এবারও শোভাযাত্রা বের হবার কথা ছিলো কিন্তু রাত থেকে পুলিশের টহলদারির জন্য শোভাযাত্রা বন্ধ করলো কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতেই হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বন্ধ করা হয়েছে। সমস্ত অনুষ্ঠান মন্দির প্রাঙ্গনেই হবে। আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে তার জন্য এবছর শোভা যাত্রা হবে না। পুলিশের পক্ষ থেকে বুধবার রাতে হনুমান জয়ন্তীর ওদলাবাড়ি কর্মকর্তাদের সাথে কথা বলেন, সব রকম সহযোগিতার আস্বাস দেয় পুলিশ। কোন কোন এলাকা দিয়ে শোভাযাত্রা হবে, সেই সব এলাকাও ঘুরে দেখেন পুলিশ আধিকারিকেরা। তবে অনেক রাতে হনুমান জয়ন্তী কমিটি নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নেন, সুষ্ঠ ভাবে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, তার দিকে লক্ষ রেখেই শোভাযাত্রা বাতিল করা হয়েছে।

