উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৬ই এপ্রিল ২০২৩ : বৃহস্পতিবার : ফের পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটলো এক ব্যক্তির। বুধবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ ময়নাগুড়ি ধুপগুড়ি ৩১ নং জাতীয় সড়কের চুরা ভান্ডার এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম রতন সরকার (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের চুরা ভান্ডার গ্রামের বাসিন্দা রতন সরকার। তিনি এদিন দুপুর নাগাদ জাতীয় সড়ক ধরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে সেই সময় পিছন দিক থেকে একটি বেসরকারি মিনি বাস এসে ধাক্কা মারে। ধাক্কা মারলে সেখানে লুটিয়ে পড়ে রতন সরকার। ঘটনার খবর জানাজানি হতেই মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। দ্রুত আহত ব্যক্তিকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ২ ও ময়নাগুড়ি থানার আধিকারিকরা। এই ঘটনার জেরে সাময়িক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
