উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১৭ ই এপ্রিল ২০২৩ : সোমবার : রায়গঞ্জ থেকে সবজি নিয়ে কালিয়াচকে ফেরার পথে কতদূর ঘটনায় গুরুতর আহত হলেন পাঁচ জন সবজি ও ফল ব্যবসায়ী। তাদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি তিন জন চিকিৎসাধীন রয়েছেন গাজরের হাতিমারি স্বাস্থ্য কেন্দ্রে।
মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার গাজোল থানার আদিনা এলাকায়। আহতরা হলেন নূরসালিন শেখ (৫০), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের চাষা পাড়া এলাকায়। মতিউর রহমান (৪২), বাড়ি কালিয়াচক থানার জালালপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো রায়গঞ্জ থেকে সবজি ও ফল নিয়ে পিকআপ ভ্যানের গাড়িতে করে রায়গঞ্জ থেকে ফল ও সবজি কিনে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই আদিনা এলাকায় গাড়ির টায়ার ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাল্টি খেয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হয় পাঁচ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ৩৪ নম্বর জাতীয় সড়কের প্যারামেডিকেল এর টিম। তাদেরই অ্যাম্বুলেন্সে করে আহতদের মেডিকেল কলেজ নিয়ে আসা হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাতিবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুইজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে দুইজন।
