উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৮ শে এপ্রিল ২০২৩ : শুক্রবার : জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অভিযানে পুলিশের লাঠির আঘাতে রক্ত ঝরলো এসএফআই কর্মীর।
বুধবার ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদকের উপস্থিতিতে রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবার সরকারী প্রচেষ্টার বিরূদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবন অভিযান কর্মসূচি পালন করে। তবে আন্দোলনরত ছাত্র ফেডারেশনের সদস্যদের ওপর পলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ উঠেছে, আন্দোলন স্থল থেকে উঠে আসা ভিডিওতে দেখা যায় এক আন্দোলনকারীর হাতের আঙ্গুল ফেটে গিয়ে রক্ত ঝড়ে পরছে। আহত কর্মীকে দ্রুত আন্দোলন স্থল থেকে চিকিৎসার জন্য সরিয়ে নেয় এসএফ্আই কর্মীরা। পুলিশের লাগানো ব্যারিকেড ভেঙে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা হতেই বেড়ে যায় উত্তেজনা।
এই প্রসঙ্গে, এস এফ আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, শাসক তৃণমূলের মারে এই পুলিশ টেবিলের নিচে আশ্রয় নেয়, অপরদিকে এসএফআই আন্দোলনে পথে নামলেই লাঠি চার্জ করে। তবে পুলিশ দিয়ে রাজ্য জুড়ে চলা অরাজকতার বিরূদ্ধে বামপন্থী আন্দোলনকে রোখা যাবে না। ঘটনা প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর জানান, কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিলো পুলিশ সেই বিষয়টিকে সুষ্ঠ ভাবে সামলে নিয়েছে।