উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২ রা মে ২০২৩ : মঙ্গলবার : জল্পেশের হিম ঘরের ক্ষতিগ্রস্ত কৃষকরা আলুর ফর্ম না পেয়ে বিক্ষোভে সামিল হলেন কৃষকরা।
ময়নাগুড়ির জল্পেশ মেলার মাঠ সংলগ্ন ক্ষতিগ্রস্ত হিমঘর থেকে হিম ঘরে আলু রাখা কৃষকদের ফর্ম বিতরণ করার কথা ছিল। কিন্তু কৃষকরা এসে ফর্ম না পেয়ে অবশেষে বিক্ষোভে সামিল হয়। কৃষকদের অভিযোগ, গত সপ্তাহে এক প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছিল যে মে মাসের ২ তারিখ থেকে ফর্ম বিতরণ করা হবে। সেই ফর্মে নিজেদের ছবি লাগিয়ে তা হিমঘরে জমা করতে হবে। সেই সাথে নিয়ে আসতে হবে আলুর বন্ড। এরপরই তারা ক্ষতিপূরণ বাবদ চেক দেবে। কিন্তু এদিন কোচবিহার জেলার হলদিবাড়ি, ময়নাগুড়ির জোরপাকড়ি, হেলাপাকড়ি থেকে প্রচুর কৃষকরা এসে জানতে পারে ফর্ম আজ দেওয়া হবে না। এরপরই শুরু হয়ে যায় বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিস। পরিস্থিতি বেগতিক দেখে হিমঘর কর্তৃপক্ষ দ্রুত অফিস ঘরের সামনে একটি নোটিশ টাঙিয়ে দেয়। আগামীকাল থেকে কৃষকদের ফর্ম বিতরণ করা হবে বলে সেই নোটিসে লিখে দেওয়া হয়েছে। আগামীকাল ফর্ম না পেলে বৃহত্তর বিক্ষোভ করার কথা জানিয়েছে কৃষকেরা।