উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩ রা মে ২০২৩ : বুধবার : ডামডিম বাজারের সুভাষ মোড় এলাকায় তৃণমূল এবং বিকাশ পরিষদের মিছিলকে ঘীরে উত্তেজনা। পুলিশের উদ্যোগে পরিস্থিতি কিছুটা শান্ত। গত কয়েকদিন যাবৎ মাল ব্লকের ডামডিম এলাকায় উত্তেজনার পারদ চরছে। মাল ব্লকের তৃণমূল এর ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ এবং মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বড়ার মধ্যে চলছে চরম দন্দ। ইতি মধ্যে রিনা বড়া, সুশীল কুমার প্রসাদের নামে মাল থানায় অভিযোগ দায়ের করেছে। গতকাল জলপাইগুড়ি কোর্ট থেকে বেল নিয়েছে সুশীল কুমার প্রসাদ। সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন গতকাল বিকাশ পরিষদ এবং বিজেপির কর্মি সমর্থকেরা আমার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন, গতকাল নেতৃত্ব দেয় অমরদন বাক্লা। তিনি আমার বাড়ির সামনে আমার নামে গালিগালাজ করে।
বুধবার বিকেলে ডামডিম তৃণমূল কার্যালয়ে তৃণমূল কর্মি সমর্থকদের নিয়ে একটি বৈঠক এবং সাংবাদিক বৈঠকের কথা ছিলো। দুরদুরান্ত থেকে তৃণমূল কর্মিরা যখন গাড়ি করে ডামডিম পার্টি অফিসে আসছিলো, তখন অমরদন এর লোকজন আমাদের কর্মিদের গাড়ি ভাংচুর করে। তখন আমাদের কর্মিরা কুমলাই চা বাগানের দিকে মিছিল করে যেতে চায়। সেই সময় পুলিশ আমাদের আটকে দেয়। পুলিশের কথা মতো আমরা মিছিল নিয়ে আর আগে যাই নি। আমরা চাই প্রশাসন কড়া হাতে ব্যাবস্থা নেক। অন্যদিকে আদিবাসী বিকাশ পরিষদের মাল ব্লক সভাপতি এবং সেক্রেটারি অমরদন বাক্লা এবং বাবলু মাঝি বলেন, গোটা ডামডিমে অশান্তির পরিবেশ তৈরি করছে সুশীল কুমার প্রসাদ। আদিবাসী মহিলা রিনা বড়াকে ইতি মধ্যে সুশীল কুমার প্রসাদ খারাপ প্রস্তাব দিয়েছে। তার বিরুদ্ধে আজ ডামডিমের আদিবাসী সমাজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। পুলিশ প্রশাসন কে আমরা বলেছি অবিলম্বে সুশীল কুমার প্রসাদ এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক।
এদিন বিকাশ পরিষদ এবং তৃণমূল এর মিছিল কে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। প্রচুর পুলিশ বাহিনী দুটি মিছিল কে নিয়ন্ত্রন করে। মাল থানার আইসি সুজিত লামা নিজে হাতে দুটি মিছিল কন্ট্রোল করেন। এই দুটি মিছিল পুলিশ ঠিক মতো কন্ট্রোল না করলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। প্রায় ১ ঘন্টা চলে চরম উত্তেজনা। শেষের দিকে ঘটনা স্থলে আসে মালবাজার এসডিপিও রবীন থাপা এবং মেটেলি থানার আইসি নিলম সঞ্জিব কুজুর।