উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৫ ই মে ২০২৩ : শুক্রবার : রক্তদান জীবনদান। এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু যখন প্রয়োজন হয় কারো জীবন বাঁচানোর জন্য সময় মতো রক্ত না পাওয়ায় অনেকের প্রাণহানি ঘটে যায়। সেই রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগ গ্রহণ করলেন মাল মহকুমা প্রশাসন।
এইদিন মাল পঞ্চায়েত সমিতির হল ঘরে মাল মহকুমা প্রশাসন উদ্যোগে এবং মাল সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সহায়তায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডক্টর প্রিয়াঙ্কা জানা-র তত্তাবধানে শারীরিক পরীক্ষা করে রক্ত সংগ্রহ করা হয়। এই রক্তদান শিবিরের ৬৫ জন রেজিস্ট্রেশন করা হলেও কয়েকজনের শারীরিক সমস্যার কারণে রক্তদান করতে পারেনি। মোট ৮ জন মহিলা সহ ৫০ জন রক্তদান করেছেন বলে জানালেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সুব্রত রায়। আগামী দিনে এরকম সহায়তা করা হবে বলে তিনি জানালেন। তিনি সুষ্ঠ ভাবে শিবিরটি সম্পন্ন করার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার এবং উনার টিমকে ধন্যবাদ জানিয়েছেন।