উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ক্রান্তি : ১লা জুন ২০২৩ : বৃহস্পতিবার : ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দেবীঝোরা উচ্চ বিদ্যালয় হল ঘরে। এদের ক্রান্তি ব্লকের অধীন নয়টি মাধ্যমিক বিদ্যালয় এবং সাতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ,তৃতীয় স্থান অধিকারীদের সম্বর্ধনা দেওয়া হয়। মাল মহকুমার মধ্যে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকারী তনুশ্রী রায় এবং মাল মহকুমার মধ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী, সপ্তপর্ণা বিশ্বাসকেও সম্বর্ধনা জানানো হয়।
এদিন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ উপস্থিত কৃতি ছাত্র-ছাত্রীদের সকলের সাথে কথা বলেন এবং অভিভাবক ও অভিভাবিকাদের সাথেও কথা বলেন। কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে মেমেন্টো ও উপহার তুলে দেওয়া হয়। এ বিষয়ে মহুয়া গোপ জানালেন, সারা পশ্চিমবাংলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লকের কৃতী ছাত্র-ছাত্রীদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেই মতো আজকে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রান্তি ব্লকের অধীন নয়টি মাধ্যমিক বিদ্যালয় এবং সাতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম, দ্বিতীয় ,তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো এবং আগামী দিনে সকল স্তরের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন কোনো সমস্যা না হয় তার জন্য আমরা পাশে থাকবো। এইদিন অনুষ্ঠানে মহুয়া গোপ ছাড়াও উপস্থিত ছিলেন, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, দেবীঝোরা হাই স্কুলের প্রধান শিক্ষক মকসুদ আলম, যুব সভাপতি শাকিল হোসেন, ব্লক মহিলা তৃণমূল সভাপতি কৃষ্ণা রায়, ব্লক আইএনটিইউসি সভাপতি পরিশ্রম চিক বারাইক সহ অন্যান্য নেতৃত্ব। কৃতী ছাত্র-ছাত্রী ও তাদের গার্জিয়ান তাদের সম্বর্ধিত করার খুবই খুশি।