উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১লা মে ২০২৪ : বুধবার : চুরির ঘটনা লেগেই রয়েছে মালবাজার মহকুমায়। এবার চুরির ঘটনা ঘটলো পদ্মশ্রী করিমুল হকের বোনের বাড়িতে। বাড়িতে কেউ না থাকার সুযোগ, চোরের দল সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দিল। ঘটনা ঘটেছে মাল ব্লকের ওদলাবারী গ্রাম পঞ্চায়েতের নয়া বস্তি এলাকায়। আর এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। খবর দেওয়া হয়েছে মালবাজার থানা পুলিশকে।
সোকিনা বেগম বলেন মঙ্গলবার রাত আটটা নাগাদ আমি বাড়িতে তালা দিয়ে বান্ধবীর বাড়িতে যাই একটি অনুষ্ঠানে। খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে বাড়ি ফিরি। বাড়ি ফিরে দেখি ঘরের দুটি দরজার তালা ভাঙ্গা, আলমারি খোলা অবস্থায় পড়ে আছে। ঘরে জিনিসপত্র এদিক ওদিক পড়ে রয়েছে। ঘরের ভেতরে আলমারি লকার সব খোলা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে নগদ ৯৫০০০ টাকা ছিল, একটি সোনার চেন এবং একটি কানের দুল ছিল। সব চুরি করে নিয়ে গেছে চোরের দল। এরপরই মালবাজার থানায় খবর দেই।