উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৪ ই মে ২০২৪ : মঙ্গলবার : (সংবাদ দাতা – রঞ্জন সাহা ) : বৈশাখী মেলায় জল্পেশ মন্দিরে বৈশাখী পূজায় বাবার কাছে বৃষ্টির কামনায় পুজো দিলেন অনেক পুন্যার্থী।
প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে এক মাস ব্যাপী বৈশাখী মেলা ও পুজো দিতে আসেন বিভিন্ন জায়গা থেকে পুন্নার্থীরা। এদিন এখানে দেখা যায় ছাতা নিয়ে মেছেনি নৃত্যের মাধ্যমে তিস্তাবুড়ি র পূজাও হয়। মন্দিরের পুরোহিত গোপাল চক্রবর্তী বলেন আমাদের জল্পেশ মন্দিরে বছরে তিনটি মেলা হয়। একটি শ্রাবণী মেলা, একটি শিব চতুর্দশী উপলক্ষে মেলা এবং বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা উপলক্ষে জল্পেশ মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়। মন্দিরে পুজো দিতে পূণ্যার্থীদের লাইন লক্ষ্য করা যায়, এদিন বৈশাখ মাসের বৈশাখী মেলা শেষ দিন সেই উপলক্ষে আজকের দিনে পূন্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতন।
মন্দিরে আসা পুণ্যার্থী রা, বলেন তারা এই বৈশাখ মাসে জল্পেশ মন্দিরে বিশেষ পুজো দেন। তিস্তা বুড়ি র পুজো করেন যাতে করে খরা থেকে মুক্তি পেতে বৃষ্টি হয় সেজন্য তিস্তা বডি র পূজাও করে থাকেন। সেইসঙ্গে মন্দিরে ভোগ দেন, পরে ভোগ প্রসাদ খেয়ে, এবং সকল মন্দিরা আসা পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের পক্ষ থেকে। বৈশাখী মেলায় পুণ্যার্থীদের লক্ষ্য করা যায়। পুণ্যার্থীরা জানান এই মাসে পুজো দিয়ে তারা তাদের মনের বাসনা বাবার কাছে তুলে ধরেন এবং মানত করেন, এবং এই মাসে পূজো দিলে তারা পূর্ণ অর্জন করে বলে জানান।
অন্যদিকে মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন এই বৈশাখী মেলা উপলক্ষে এখানে কীর্তন এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং মন্দিরে পুজো দিতে আসা সকল পূর্ণরার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের পক্ষ থেকে।