জলপাইগুড়ি : মালবাজার : ১৯শে ডিসেম্বর ২০২০ : শনিবার : শুক্রবার মালবাজার মহকুমার ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবে সভা করেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। সেই সভায় ডাকা হয় নি মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক কে। এমন কি সেই সভায় মালবাজার বিধান সভার নতুন মুখ সোনোম লামার নাম জানায় বিমল গুরুং। শুক্রবার বিমল গুরুং এর সভার পর শনিবার পালটা ওই এলাকায় বঙ্গধ্বনি যাত্রা করলেন বিধায়ক বুলুচিক বড়াইক।
এদিন ডিপো পাড়া এলাকার বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক। বিগত দিনে রাজ্য সরকারে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ কর্মের কথা মানুষের মধ্যে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে বিধায়ক বলেন, শুক্রবার বিমল গুরুং এই এলাকায় সভা করেছেন কিন্তু আমাকে সেই সভায় ডাকা হয় নি। তার জন্য আমার কিছু আসে যায় না। তা ছাড়া বিমল গুরুং তৃণমূল কংগ্রেসের কোন নেতা নয়। উনি কি ভাবে প্রার্থী ঠিক করলেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার। উনার এই ভাবে প্রার্থীর নাম ঠিক করায়, আপাতদৃষ্টিতে তৃণমূল এর ক্ষতি করছে। উনাকে ডুয়ার্সের মানুষ চায় না। এলাকায় যেখানে ১ লক্ষের বেশি আদিবাসী ভোটার, সেখানে তিনি একজন নেপালী সম্প্রদায়ের নাম কি ভাবে ঘোষনা করেন। এতে নেপালী-আদিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। আমাদের নেত্রী প্রার্থী ঠিক করবেন, বিমল গুরুং নয়। আগামীদিন এই নিয়ে আদিবাসীরা আন্দলন করবে। তিনি বলেন, ইতি মধ্যে আদিবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।