জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৩শে জানুয়ারী ২০২১ : শনিবার : ময়নাগুড়ির জোড়পাকড়ির পুঁটিমারী মথুরামোহন উচ্চবিদ্যালয়ে নেতাজীর ১২৫ তম জন্মদিবস উপলক্ষে বিদ্যালয়ের তিন প্রতিষ্ঠাতার মূর্তি উন্মোচন করা হল। শনিবার, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। তারপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর আলম, পরিচালন কমিটির সভাপতি ভাস্কর রায়, প্রাক্তন প্রধান সহশিক্ষকা রিতা ভদ্র সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্য, ১৯৭০ সালে তৎকালীন সময়ের স্থানীয় ব্যক্তিত্বদের দ্বারা পুঁটিমারী মথুরামোহন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক স্বর্গীয় ধর্ম নারায়ন রায়, বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিরোদ চন্দ্র রায় এবং পার্শ্ববর্তী জোরাপাকড়ী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক ও ভূমি দাতা স্বর্গীয় সতীশ চন্দ্র বর্মনের মূর্তি উন্মোচন করা হয়।