জলপাইগুড়ি : বানারহাট : ২৪শে ফেব্রুয়ারী ২০২১ : বুধবার : হাতির হানায় ভাঙা পরলো দিন-মজুরের ২ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে প্রায় ১১ টা নাগাদ। জানা যায় মঙ্গলবার রাতে প্রায় ৯:৩০ মিনিট নাগাদ নেতাজি মাঠ সংলগ্ন বাগানে হাতি দেখতে পায় মাঠে থাকা কিছু ছেলে। পরে জানাজানি হতেই ছোটাছুটি শুরু হয় স্থানীয় লোকজনের হাতি দেখার জন্য । পরবর্তীতে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ কে খবর দিলে তারা হাতি টিকে নেতাজি মাঠ সংলগ্ন বানারহাট বাগান থেকে তাড়িয়ে ৩১সি জাতীয় সড়ক পার করে মোরাঘাট জঙ্গলের দিকে ফিরিয়ে দেয় তবে আবারও রাত প্রায় ১১ টা নাগাদ হাতিটি বাগান হয়ে রেল লাইন পার করে হটাৎ কলোনীর ওপর লাইনে থাকা ২টি বাড়ি ভাঙচুর চালায়। জানা যায় ২টি বাড়ি হলো জলেশ্বর দাসও জীবন থাপ্পার পেশায় ২জনই হলো দিন মজুর।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বলেন, এর আগেও ২ থেকে ৩ বার এই এলাকায় হাতি এসে বাড়ি ভাঙচুর করেছে, তবে বন বিভাগ থেকে কোনো সহায়তা মেলে নি এমনকি বন বিভাগ কে জানিয়েও লাভ হয়নি।