জলপাইগুড়ি : মালবাজার : ২৬শে ফেব্রুয়ারী ২০২১ : শুক্রবার : বেহাল কাচা রোড়, তার ওপর এই রাস্তা দিয়ে ভাড়ি গাড়ি চলাচল করায় রাস্তার ধুলো ঢুকছে গ্রামে বিভিন্ন বাড়িতে। অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তাই বন্ধ করে দিলো এলাকার মানুষেরা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল কলোনী এলাকার ঘটনা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু বালি পাথর বোঝাই ট্রাক, ডাম্পার চলাচল করে কিন্তু শুক্রবার দিন এই সব গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। তাদের দাবী আগে রাস্তা ঠিক করতে হবে তারপর চলবে সব গাড়ি। এলাকার বাসিন্দা গোলাল ব্যাপারী, মিঠুন রায়, সুজিত সরকারদের বক্তব্য এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু বালি পাথর বোঝাই ট্রাক ডাম্পার চলাচল করে। যার ফলে রাস্তার হাল খুব খারাপ।
চেল কলোনী এলাকায় যাবার এক মাত্র পঞ্চায়েত সমিতির এই রাস্তা। চেল নদীর মধ্যেই অনেক ব্যাবসায়ী বালি পাথর চালনি করে এবং ক্যাসার আছে। আর সেই বালি পাথর ট্রাক ডাম্পারে ভর্তি করে এই রাস্তা দিয়ে চলাচল করে রাস্তা খারাপ করে দিয়েছে। রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে। গাড়ি চললে রাস্তার ধুলো ঢুকে পরছে প্রতিটি বাড়িতে। বার বার গাড়ির মালিক এবং চালনির মালিকদের বলা হয়েছিল রাস্তায় জল দিতে এবং রাস্তাটি মানুষ চলাচলের উপযোগী করে দিতে। কিন্তু তারা কোন কথাই শোনে না।
তাই বাধ্য হয়ে গ্রামের মানুষ শুক্রবার এই রাস্তা দিয়ে ট্রাক ডাম্পার চলাচল বন্ধ করে দেয়। আগে রাস্তা ঠিক হবে। তারপর চলবে গাড়ি, দাবী তাদের। এব্যাপারে এলাকার চালনি মালিক মধুসুধন দাস বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ। ধুলো উড়ে এব্যাপারে আমরা গাড়ির মালিক এবং বালি চালনি অন্য মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।