জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৮ই মার্চ ২০২১ : বৃহস্পতিবার : বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ডাউন ১৫৯৬০ কামরূপ এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় ৩৩ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করলো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সঞ্জীবচন্দ্র বয়স ৫২; পিতা মৃত নিতাই চন্দ্র এনজিপি এলাকার জনতা পাড়া, ওয়ার্ড নম্বর ৩৫ এর বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক একলক্ষ ৩০ হাজার টাকা। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান ময়নাগুড়ি জিআরপি থানার ওসি রাম কুমার রায়। তিনি আরও জানান, ধৃত ব্যক্তিকে জিআরপি পুলিশ ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় আদালতে।