জলপাইগুড়ি : মালবাজার : ২৮শে মার্চ ২০২১ : রবিবার : রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল। বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ী রেলগেট ও লীস নদীর রেলওয়ে সেতুর পাশে রেল লাইনের কাছে আনুমানিক ৪০ বছরের বয়স্ক ব্যাক্তির ঐ মৃতদেহ পাওয়া যায় রবিবার সকালে।
সুত্র মারফৎ জানা যায়, সকালে এক ব্যাক্তিকে রেল লাইন ধরে হাটতে দেখা যায়। সেই সময় সম্ভবত আটটা নাগাদ আপ বামনহাট যাত্রীবাহি ট্রেন এর ধাক্কায় রেল লাইনের ধারে পড়ে যায় ওই ব্যাক্তি বলে প্রাথমিক সন্দেহ সাধারন মানুষের। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আর পি এফ এবং জি আর পি। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। খবর সংগ্রহ পর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় জানা যায় নি।