জলপাইগুড়ি : মালবাজার : ২রা এপ্রিল ২০২১ : শুক্রবার : মালবাজার বিধান সভা আসনে নির্দল থেকে বাবলু মাঝি প্রার্থী হওয়ায়, তাকে বিকাশ পরিষদের সমস্ত পদ থেকে সরিয়ে দিলো রাজ্য নেতৃত্ব। আর এতেই ক্ষিপ্ত বাবলু মাঝি। বাবলু বাবুর এই কাজের জন্য পরিষদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো।
তিনি বলেন, আমাদের পরিষদের সাথে তৃণমূল কংগ্রেসের সমঝোতা রয়েছে। এটা আমাদের সংগঠনের সবাই জানেন। তা সত্ত্বেও বাবলু মাঝি যেটা করেছে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তা না হলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই মর্মে তাকে চিঠি দেওয়া হয়েছে। শুধু বাবলু মাঝিকে নয়, কালচিনি কেন্দ্রে একই ভাবে প্রকাশ কুজুরকেও চিঠি দেওয়া হয়েছে। তারা নির্দল থেকে দাড়িয়েছে, সেই কারনে তারা পরিষদের ঝান্ডা, প্রতীক, শিলমোহর ব্যাবহার করতে পারবে না।
বাবলু মাঝি বলেন, প্রার্থী হওয়ার সিদ্ধান্ত আমার ব্যাক্তিগত। আমি কোন রাজনৈতিক দল থেকে ভোটে দাড়াচ্ছি না, নির্দল থেকে দাড়িয়েছি। এর সাথে বিকাশ পরিষদের কোন সম্পর্ক নেই। বাবলু মাঝি আদিবাসী বিকাশ পরিষদের মালবাজার ব্লক কমিটির সম্পাদক ও চা শ্রমিক সংগঠন প্রোগ্রেসিভ ওয়ার্কার্স ইউনিয়নের মাল ব্লক কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি আরও জানিয়েছেন গত ১০ বছরে প্রাক্তন বিধায়ক বুলুচিক বড়াইক চাবাগান এলাকায় কোন উন্নয়ন করে নি। তারপরও আবার তাকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। সেই কারনে তিনি নির্দল থেকে দাড়িয়েছেন, জয়ী হয়ে এলাকার উন্নয়ন করবে।
