জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৭ই এপ্রিল ২০২১ : বুধবার : পুকুরে বিষ প্রয়োগে মাছ মারার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাসিলারডাঙ্গা এলাকায়। রাতের অন্ধকারে কে বা কাহারা এই কাজ করছে বলে সে বিষয়ে ধন্দে রয়েছেন পুকুর মালিক বাবুলাল রায়। বুধবার মাছ ভেসে উঠতে দেখেন পুকুরের মালিক জনৈক ওই ব্যক্তি।
এরপর বেলা বাড়ার সাথে পুকুর জুড়ে মৃত মাছ ভেসে উঠতে থাকায় চিন্তিত হয়ে পড়েন পুকুর মালিক। পরে বিষয়টি ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান। পুকুর মালিক বাবুলাল রায় বলেন, এটা কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসা বলে মনে হয়। এ বিষয় নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ না করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।