জলপাইগুড়ি : মালবাজার : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : বৃহস্পতিবার সকালে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার স্বামী স্ত্রী। চিকিৎসার আগে দুজনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়। পরীক্ষায় দুজনের করোনা পজেটিভ ধরা পরে। দুজনকেই জলপাইগুড়ি কোভিড হাসপাতালে পাঠানো হয়। এদিন প্রায় ৫৫ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয় ওদলাবাড়ি হাসপাতালে। অন্য দিকে রানিচিরা চা-বাগানে ভ্যাকসিন দেবার কাজ শুরু করলো স্বাস্থ্য দপ্তর। দুপুর ২ টা পর্যন্ত প্রায় ৭৩ জন শ্রমিক কে ভ্যাক্সিন দেওয়া হয়েছে।