জলপাইগুড়ি : মালবাজার : ৮ই এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার : ৫৫ বছর পর জন্মভিটাতে ফিরে এসে বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন কৃতি সন্তান শিলিগুড়ি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ মিশ্র রাজ্য রাজনীতিতে এক পরিচিত নাম। দীর্ঘ দিন কংগ্রেস করেছেন। জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ছিলেন। ৩০টি দেশ সফর করছেন।বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এহেন ওমপ্রকাশ মিশ্রের জন্ম ডুয়ার্সের মালবাজার শহরের ১৫ নম্বর ওয়ার্ডে পানোয়ার বস্তিতে। মালবাজার বিএল স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ওমপ্রকাশ মিশ্রের বাবা ঘনশ্যাম মিশ্র ছিলেন ডুয়ার্সের শ্রমিক আন্দোলনের স্বাধীনতা উত্তর কালের অন্যতম পুরধা। সোশ্যালিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা নিয়েছিলেন। এই রকম শ্রমিক আন্দোলনের কাজে গত ৫ সেপ্টেম্বর ১৯৬৬ সালে সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। আর ফিরে আসেন নি। পরে মুর্তি নদী থেকে মেটেলি থানার পুলিশ ঘনশ্যাম মিশ্রের ক্ষতবিক্ষত বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার কয়েক বছর পর মিশ্র পরিবার মালবাজার ছেড়ে মালদহে চলে যান।
প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওমপ্রকাশ বাবু জানান, বাবার স্মৃতি আমার বেশি মনে নেই। শুধু মনে পড়ে খুব ছেলেবেলা পড়ে গিয়ে কপাল কেটে গিয়েছিল। বাবা আমাকে কোলে তুলে রেল লাইন পেরিয়ে হাসপাতালে ছুটে ছিলেন। বাবার আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। ভগ্নদশা প্রাপ্ত জন্মভিটায় কিছু করার ইচ্ছা আছে কিনা? জানতে চাওয়া হলে তিনি বলেন, বাবা ঘনশ্যাম মিশ্র ও মা মনোরমা মিশ্রের স্মৃতিতে এখানে একটা লাইব্রেরি গড়ার ইচ্ছে, যেখানে আদিবাসী ছেলেমেয়েরা তাদের পঠনপাঠন করতে পারবে।
এদিন তার সাথে ছিলেন দাদা জয়প্রকাশ মিশ্র, বৌদি মিনতী দত্তমিশ্র, ভাইপো ব্রজপ্রকাশ মিশ্র। বৌদি মিনতীদেবী স্মৃতিচারন করে বলেন, কয়েক বছর আগে আমি এখানে এসে মাটি লেপেপুছে প্রদীপ জ্বালিয়ে গিয়েছিলাম। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পৌরসভার প্রশাসক স্বপন সাহা। প্রায় ঘন্টা খানেক স্মৃতি চারনের পর মিশ্র পরিবারের ৪ সদস্য ছেলে বিএল স্কুল দেখতে বেরিয়ে যান। এদিন তাদের সাথে দেখা করেন মাল পৌর সভার প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম লাকরা, আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো সহ বিশিষ্ট জনেরা।