জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১৬ই এপ্রিল ২০২১ : শুক্রবার : ধুপগুড়ি সৎসঙ্গ পাড়ায় ১১ নং ওয়ার্ডে নির্বাচন নীতি অমান্য করে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় তৃণমূল প্রার্থী দেবদুলাল ঘোষের বাড়িতে প্রচারে বেরিয়েছেন। ব্লক সভাপতি দেবদুলাল ঘোষ বলেছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় কে বলেছেন নিয়ন অমান্য করে আপনি কেন প্রচারে বেরিয়েছেন বার বার বারণ করা সত্যেও। বিজেপির প্রার্থী তা অস্বীকার করে বলেছেন, তিনি প্রতিবেশীর বাড়িতে এসেছেন ।