জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২১শে এপ্রিল ২০২১ : বুধবার : ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের চর-চূড়াভান্ডারের সনাতন শিক্ষাশ্রমের আয়োজনে ধুমধাম করে বাসন্তী পুজোর মহানবমীর পুজো। এবছর সনাতন শিক্ষাশ্রমের ৫৩ তম পুজো।
বুধবার মহানবমীর পুজোয় দূরদুরান্ত থেকে ইতিমধ্যে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। দশমী উপলক্ষে পুজো প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরই। যদিও পুজো কমিটির পক্ষ থেকে এ বছর মেলার বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু প্রকাশ করে নি। তবে ইতিমধ্যে মেলা উপলক্ষে দোকান পাট আসতে শুরু করেছে। এই পুজো উপলক্ষে এলাকায় সাজো সাজো রব চলছে।