জলপাইগুড়ি : ১৫ই মে ২০২১ : শনিবার : শনিবারও জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ভ্যাকসিন সেন্টারে তালা ঝুলানো। সকাল থেকে বহু মানুষ ফিরে যাচ্ছেন। চরম হয়রানির শিকার ভ্যাকসিন নিতে আসা মানুষেরা।তবে ইতিমধ্যে শুক্রবার থেকে রবিবার এই তিন দিন বন্ধ থাকবে বলে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তবে স্বাস্থ্য দপ্তর এবং জলপাইগুড়ি পুরসভার সূত্রে জানা গেছে, শনিবার শুধুমাত্র জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের প্রসবকালীন পরিষেবা বিভাগের পাশেই পরিবহণ কর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদের টিকা দেওয়ার কাজ চলছে। এছাড়াও জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে নথিভুক্ত হকারদের প্রতিষেধক টিকা দেওয়া হবে। সোমবার থেকে ফের চালু করা হবে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া।

