জলপাইগুড়ি : মালবাজার : ১৬ই মে ২০২১ : রবিবার : বেলা বাড়ার সাথে সাথে কড়া হাতে কার্যত লক ডাউন মোকাবিলা করতে লাঠি হাতে পথে নামলো মালবাজার পুলিশ প্রশাসন। এদিন ওদলাবাড়িতে বেশ কিছু ব্যাবসায়ী ১০ টারপরেও দোকানপাঠ খুলে ব্যাবসা করছিল।
সরকারি নির্দেশ না মানায় বেশ কয়েকজন ব্যাবসায়ী কে আটক করলো মালবাজার পুলিশ। লক ডাউনের প্রথম দিনই কড়া হাতে রাস্তায় নামলো। পুলিশের ধরপাকোড়ের ফলে খালি হয়ে যায় ওদলাবাড়ি বাজার এলাকা। উল্লেখ্য ওদলাবাড়িতে কিছু ব্যাবসায়ী এর আগেও সরকারি নিয়ম ভেঙ্গে ব্যাবসা বানিজ্য করেছে। তাই এদিন ১০ টারপরে রাস্তায় নামে পুলিশ প্রশাসন। যারাই অযোথা রাস্তায় ঘুরাঘুরি করেছে,তাদের সতর্ক করে পুলিশ।

