জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৯ই জুন ২০২১ : বুধবার : সরকারী প্রকল্পের ঘর দেওয়ার নাম করে ও জব কার্ড তৈরি করে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠলো বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে। বুধবার ময়নাগুড়ির চারেরবাড়ি পূর্ব অংশ ১৬/৪২ নং বুথের বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ধর্ণায় বসেন দুই স্থানীয় মহিলা। সেই টাকা ফেরতের দাবী জানিয়ে পঞ্চায়েতের বাড়ির সামনে ধর্ণায় বসলেন ওই দুই মহিলা। বুধবার ময়নাগুড়ির চারেরবাড়ি এলাকার বিজেপি পঞ্চায়েত আল্পনা সরকারের বাড়ির সামনে ৬৫ বছরের এক বৃদ্ধা প্রসাদী রায় ও নিলাবতী বসাক নামে দুই জন ধর্ণায় বসেন। তাদের অভিযোগ, সরকারী প্রকল্পের ঘর দেওয়ার নাম করে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা থেকে জব কার্ড তৈরির টাকা নিয়েছেন ওই বুথের বিজেপির পঞ্চায়েত নোমিনি অর্জুন সরকার।
অন্যদিকে আরেক মহিলার অভিযোগ, তার সরকারী প্রকল্পের ঘরের প্রথম কিস্তির পুরো টাকা তুলে নেন ওই পঞ্চায়েত সদস্যার স্বামী অর্জুন সরকার। অন্যের সরকারী প্রকল্পের টাকা একজন জন প্রতিনিধি এভাবে নিয়ে রাখতে পারেন কি না তা নিয়েও প্রশ্ন ওঠে এদিন। ধর্ণায় বসা ওই দুই মহিলা এদিন টাকা ফেরত না পেলে সেখান থেকে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে উভয়ের সাথে কথা বলেন। ধর্ণায় বসা দুই মহিলা ময়নাগুড়ি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই পঞ্চায়েত সদস্যার স্বামীকে আটক করেন পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।