মালদা : ১৩ই জুন ২০২১ : রবিবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির সামনে থেকে পাঁচ বছরের এক নাবালিকা শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় নির্যাতিতা নাবালিকার শিশু কন্যার মা অভিযোগ দায়ের করেছেন গাজোল থানায়।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত কে। ঘটনা মালদা জেলা গাজোল থানা এলাকার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই নির্যাতিতার নাবালিকা শিশু কন্যার পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাসু মন্ডল (৩০), বাড়ি গাজোল থানার অন্তর্গত বৈরগাছি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।