শিলিগুড়ি : ২৬শে জুন ২০২১ : শনিবার : সালুগারা ব্যাবসায়ী সমিতির সহায়তায় এবং এসডিও জলপাইগুড়ি আয়োজিত সালুগারা বাজারের বিজনেস কমিউনিটি সদস্যদের জন্য ডাবগ্রাম -১ পঞ্চায়েত অফিসে দুই দিনের টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হোলো।
মোট ৮০০ উপভোক্তা নিখরচায় ভ্যাকসিন জন্য নাম নথিভুক্ত করেছে। এই টিকাদান কর্মসূচী অনুষ্ঠানে সালুগারা ব্যাবসায়ী সমিতির সভাপতি তশি লামা, সাধারন সম্পাদক শঙ্কর প্রসাদ, সহ সভাপতি বিকাশ থাপা ও ললিত লোনিয়া, যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ কোঠারী ও রাজু সাহা উপস্থিত ছিলেন। সালুগারা ব্যাবসায়ী সমিতির প্রচেষ্টায় ভ্যাকসিনেশন প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল।