জলপাইগুড়ি : মালবাজার : ২৯শে জুন ২০২১ : মঙ্গলবার : উত্তরবঙ্গকে নিয়ে আলাদা পৃথক রাজ্য গঠন করা নিয়ে জন বারলার পাশে দাড়ালো নাগরাকাটা বিধান সভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পুনা ভেংরা। এমনকি সোমবার মেটেলি ইংডং চাবাগানে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে জন বারলার সুরে সুর মিলিয়ে পৃথক রাজ্য গঠনের দাবীকে সমর্থন জানালেন তিনি। বিধায়ক বলেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখা হয়েছে। উন্নয়ন মূলক কাজ হয়নি। তাই জন বারলা যে দাবী তুলেছেন তা জনতা থেকেই এই দাবি উঠে এসেছে। সেটাই জন বাবু তুলে ধরেছেন বলে জানিয়েছেন পুনা ভেংরা।